জীবনযাপন

দুর্ভেদ্য তালা – Smart Locks

xr:d:DAFwTK9qn6w:66,j:1676869990813170608,t:23100507

পৃথিবীতে আধুনিকতার ছোঁয়া লাগছে সর্বক্ষেত্রে। এ সকল কিছুই পৃথিবীর মানুষ তাদের নিজস্ব চিন্তা-চেতনাকে ব্যবহার করে আবিষ্কার করছে। যারা একটু ব্যতিক্রমী কিছু চিন্তা করছে তারাই পৃথিবীতে এগিয়ে যাচ্ছে, আর আমরা তার আবিষ্কার নিয়ে কথা বলছি। একটু ব্যতিক্রমী চিন্তাভাবনাই আপনাকে তাদের স্থলে পৌঁছে দেবে। আমরা যা কিছু বর্তমানে ব্যবহার করছি, তা কোন কিছুই এক সময় ছিল না। কোন না কোন ব্যক্তির ব্যতিক্রমী চিন্তা ভাবনার ফসল এই সকল পণ্য বা সেবা। আমরা আপনাদের কে ধারাবাহিক ভাবে জানাতে থাকবো, সেই সকল সমসাময়িক আবিষ্কার সমূহ। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করতে যাচ্ছি, এমন একটি দুর্ভেদ্য তালার গল্প যা স্মার্ট এবং দুর্ভেদ্য। কানাডিয়ান কোম্পানি, তৈরি করেছেন এমন একটি TAPP LOCK  যা খুলতে- লাগাতে কোন চাবি বা কোড লাগেনা,  শুধু মালিকের আঙ্গুলের ছোঁয়াই যথেষ্ট। এই তালা খুলতে একশত জন মালিকের আঙ্গুলের ছোঁয়া সেট করা সম্ভব অর্থাৎ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মালিক মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ একশজনকে ওই দুর্ভেদ্য তালা খোলার অনুমতি দিতে পারবেন।

এই তালাটি মোটরসাইকেল এবং দোকানে খুব ভালোভাবে ব্যবহার করা যায়। কারণ চোরদের যে কোন রকম চেষ্টা এটি শব্দ এর মাধ্যমে এবং মালিককে মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে। এটি খুব ছোট ও বড় আকারে হয়। ছোটটি ট্রাভেল ব্যাগ এ ব্যবহার করার জন্য। এগুলো মূলত চার্জে চলে। বড়টি একবার চার্জ করলে তিন বছর পর্যন্ত চলতে পারে আর ছোট গুলা একবার চার্জ করলে ছয় মাস চলতে পারবে। শুধু তাই নয় বৃষ্টি বা তুষারে এটির কোন সমস্যা হয় না। যদিও এটি এখনো বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে না, তবে খুব তাড়াতাড়ি এদেশেও এটি পাওয়া যাবে বলে আমরা আশা করি। যা আমাদের দেশের মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য নিশ্চিন্ত সমাধান হবে বলে মনে করি আমরা।

One Comment

  1. খুব ভালো পোস্ট। আমিও এই ধরনের অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button